প্রেস বিজ্ঞপ্তি:
গাজীপুর পুবাইল জামে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনের হত্যার প্রতিবাদে শনিবার (০৩ মে) মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌর শাখা যৌথভাবে উক্ত কর্মসূচি আয়োজন করে।
শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান বকুল এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাফিজ আব্দুল মুকতি।
জেলার বিভিন্ন মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন ও বিপুল সংখ্যক মুসুল্লির উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ,সহ সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা বজলুর রশিদ চৌধুরী, মাওলানা মুফতি হিফজুর রহমান হেলাল, মাওলানা শামীম আহমদ উসমানী, মাওলানা হাফিজ কামরুল ইসলাম জালালি, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা গাজীপুর জেলায় মাওলানা রইস উদ্দিনের পরিকল্পিত হত্যার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করেন।