কুলাউড়া প্রতিনিধি
বিতর্কিত ব্যক্তিকে নেতৃত্বে আনায় কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের নবগঠিত স্থগিত করা হয়েছে।
রবিবার উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান এবং যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি স্থগিত করার তথ্য জানান।
কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান রোববার সেলফোনে সত্যতা নিশ্চিত করে ‘মৌলভীবাজার নিউজ ‘কে জানান, উপজেলা কমিটির সাথে পুর্ব আলোচনা ছাড়া ইউনিয়ন আহবায়ক কমিটি শনিবার কাদিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কমিটি গঠন করে। সেখানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলার বাদীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ নিয়ে নেতাকর্মীদের মধ্য ক্ষোভ সৃষ্টি হলে রবিবার রাতে এক সভার মাধ্যমে কমিটি স্থগিত করা হয়।