জুড়ী প্রতিনিধি :
জুড়ী উপজেলার তিনটি ইউনিয়নে বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয় । বিভিন্ন ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি, কৃষক লীগ ও জামায়াতপন্থী নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এমন অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা বিএনপি এক পত্রে জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে এই সিন্ধান্ত জানিয়ে নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বজুড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মৃত পারুল বেগমকে সদস্য, গোয়ালবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সদস্য মনির সিদ্দিককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক লীগের সদস্য ফয়েজ আহমদকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে—যা অনিয়ম ও প্রশ্নবিদ্ধ। এসব কারণে উক্ত তিনটি ইউনিয়নের কমিটি গঠন ও সম্মেলন স্থগিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা জানান, শুধু এই তিনটি নয়, উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের সময় নানা অনিয়মের অভিযোগ মৌখিক ও লিখিতভাবে এসেছে। জেলা কমিটি থেকে পাঠানো চিঠিও তারা পেয়েছেন। আহ্বায়কসহ কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত বক্তব্যে হাজী মাছুম রেজা বলেন, উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে গত ২২ এপ্রিল আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশন ২৪ এপ্রিল নির্বাচনী তফসীল ঘোষণা করেন। ২৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও বৈধ তালিকা প্রকাশের জন্য নির্ধারণ করা হয় এবং সেদিনই বাছাই শেষে কমিশন ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র ২৮ এপ্রিল আপীল শুনানীর পর ঘোষণা করা হবে বলে জানান। পরে আহ্বায়ক কমিটির জরুরী সভার সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটিতে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি গুলো সংশোধন করার জন্য নির্বাচনের কার্যক্রম পরবর্তী ৩ দিনের জন্য বর্ধিত করা হয় । কিন্তু ২৮ এপ্রিল নির্বাচন কমিশন আপিল শুনানি না করে ৫টি মনোনয়নপত্র স্থগিত করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আহ্বায়ক মোস্তাকিম হোসেন বাবুল সেই সভার কথা না বলে আমাকে একক ভাবে দায়ী করে গত ২৯ এপ্রিল একটি সংবাদ সম্মেলন করেন, যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এতে বিএনপি'র নেতাকর্মীরা ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত