ডেস্ক নিউজ :ক
কমলগঞ্জ উপজেলার বনেদী পরিবারের সন্তান রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব জাকারিয়া হাবিব বিপ্লব আর নেই। রোববার (৪ মে) সকাল আনুমানিক সাড়ে ৭ টায় সিলেট মাউন্ট এডোরা হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৫০ বছর।
জাকারিয়া হাবিব বিপ্লব কমলগঞ্জ উপজেলার প্রাক্তন এমএলএ মরহুম কেরামত আলীর নাতি। কমলগঞ্জ উপজেলা এবং ভানুগাছ বাজারের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছিলো তাঁর সক্রিয় অংশগ্রহণ। ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল সংখ্যক ভোট পান তিনি।
তাঁর মৃত্যুতে নিজ এলাকা কমলগঞ্জ উপজেলা এবং ভানুগাছ বাজারে শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক জানিয়েছেন।