![]()
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়ার উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত বাবনিয়া হাসিমপুর নিজামীয়া আলিম মাদ্রাসার সুপার মুফতি আহসান উদ্দিন (৫০) দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। আজ ৬ মে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মাদ্রাসায় যাওয়ার পথে ওই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী ও মাদ্রসার শিক্ষার্থীরা হামলাকারীর বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ৬ মে দুপুর আনুমানিক সাড়ে ১১ মাওলানা আহসান উদ্দিন মাদ্রাসায় যাওয়ার পথে বাবনীয়া গ্রামের আব্দুন নুর নামক এক প্রবাসী তাঁর উপর আকস্মিক হামলা চালায়। এতে তিনি আহত হন এবং তার মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘মৌলভীবাজার নিউজ’কে জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পাশাপাশি সুপারের উপর হামলাকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসছে।