প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৫, ৯:২১ পূর্বাহ্ণ
হাজীপুরে পাইকপাড়া -রণচাপ সড়ক পাকাকরণে ব্যাপক অনিয়মের অভিযোগ
- কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর সড়ক হতে রনচাপ গ্রাম পর্যন্ত এলজিইডির কোটি টাকার সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়কটির কাজে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের কংক্রিট গালা বুটুমিনসহ নিম্ন মানের উপকরণ। ফলে কাজটির শুরুতেই সড়কের নতুন কার্পেটিং উঠে যাচ্ছে। এ নিয়ে রনচাপ চক রনচাপ ইসমাইলপুর সহ ওই সড়কে চলাচলকারী জন সাধারণের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)র সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এলজিইডির সিলেট বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া-সুলতানপুর সড়ক হতে রণচাপ গ্রাম পর্যন্ত রাস্তাটির প্রায় এক কিলোমিটার সড়ক নির্মাণে সোয়া কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। টেন্ডারের মাধ্যমে কাজটি পায় মেসার্স ফ্রেন্ডস এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৩ সালে রাস্তার মেকাডম তৈরীর কাজ শুরু হতেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। গ্রামবাসী প্রতিবাদী হলে কিন্তু পলাতক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াদুদ বক্স নিজের বাহিনীর লোকজন দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকার মাবুষকে দাবিয়ে রাখেন।
রনচাপ গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ মাস্টারসহ এলাকাবাসী অভিযোগ করেন গত চব্বিশের ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর কাজটি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ ৮ মাস পর এখন আবার শুরু হয়েছে কার্পেটিংয়ের কাজ। কিন্তু নিম্নমানের গালা ও বিটুমিন ব্যবহার করার কারণে শুরুতেই কার্পেটিং উঠে যাচ্ছে।
এব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) র কুলাউড়া উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম মৌলভীবাজার নিউজকে বলেন আমি সরেজমিন পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে দেখবো।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত