নিউজ ডেস্ক :
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস টমি পিগোটকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে আমরা অবহিত।তিনি বলেন, আমি আপনাকে বলতে পারি, স্পেশাল ট্রাইব্যুনালে দলটির এবং এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আমরা অবহিত। আমরা বাংলাদেশে কোনো একটি রাজনৈতিক দলকে অন্য একটির চেয়ে বেশি সমর্থন করি না। আমরা অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করি। সবার সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। বাংলাদেশসহ সব দেশের প্রতি আমরা অনুরোধ করি সবার মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সভা সমাবেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য।
আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। গত সোমবার এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
টমি পিগোট আরও বলেন, কিছুটা পিছনে গিয়ে আমি আপনাকে আবার বলবো যে এর আগে এখান থেকে যা বলা হয়েছিল, আমিও তাই বলবো। বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের কমপক্ষে ৫০ বছরের অংশীদারিত্বকে আমরা মূল্যায়ন করি। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে অংশীদারিত্বকে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত