নিউজ ডেস্ক :
মৌলভীবাজার থেকে বের হচ্ছে আরও একটি নতুন পত্রিকা। নাম ‘দৈনিক স্বাধীনতার চেতনা ‘। ওই দৈনিকের সম্পাদক ও প্রকাশক হিসেবে দ্বায়িত্বে আছেন জেলার সিনিয়র সাংবাদিক বকশী মিছবাহ উর রহমান । সম্প্রতি পত্রিকাটি ডিকলারেশন পেয়েছে।
‘দৈনিক স্বাধীনতার চেতনা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকশী মিছবাউর রহমান সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তিনি একাটুনা ইউনিয়নের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান মরহুম বকশী আলতাফুর রহমানের পুত্র। জেলার একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংবাদিক।
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। ছিলেন বাংলাদেশ টেলিভিশন( বিটিভি)’ র জেলা সংবাদদাতা। এখন দীপ্ত টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
সিনিয়র সাংবাদিক শ্রদ্ধাভাজন বকশী মিছবাহ উর রহমানের নতুন এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। পাশাপাশি এই উদ্যোগের সার্বিক সফলতা কামনা করছি।
আব্দুল বাছিত বাচ্চু,সম্পাদক মৌলভীবাজার নিউজ।