নিউজ ডেস্ক।
রাজধানী ঢাকায় গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে ।সাম্য নামক ওই ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীএবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। বহিরাগতদের ধারালো অস্ত্রের আঘাতে সাম্য নিহত হয়েছেন বলে ছাত্রদল দাবি করেছে। রাতেই তারা এই ঘটনার নিন্দা প্রতিবাদ এবং বিচারের দাবিতে মিছিল সমাবেশ করেছে ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে) রাতে সাম্য মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় অন্য একটি বাইকের সাথে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায় দুর্বৃত্তরা সাম্যকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগের বারান্দায় রয়েছে।এদিকে বহিরাগতদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহতের ঘটনায় তাৎক্ষণিক মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাতে মিছিলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উকা মিছিলে উপস্থিত ছিলেন।
এদিকে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমাদের ভাই সাম্যর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’