স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের আলোচিত সমালোচিত জেল সুপার মুজিবুর রহমান মজুমদারকে রাঙ্গামাটি বদলী করা হয়েছে। ১৩ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জার করা হয়েছে। তবে কী কারণে তাকে বদলী করা হয়েছে প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।
জানা গেছে মুজিবুর রহমান মজুমদার মৌলভীবাজারে যোগদান করার পর কারাগারে ব্যাপক অনিয়মের ঘটনা ঘটে। কারাগারের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ব্যবসা চালিয়েছেন ওই কারা কর্মকর্তা। বিশেষ করে অর্থের বিনিময়ে বিত্তশালী কারাবন্ধীদের বিভিন্ন সুযোগ সুবিদা দেওয়ার পাশাপাশি বিত্তহীনদের খাবারের জন্য খাদয়সামগ্রী সংগ্রহে ব্যাপক অনিয়মের আশ্রয় নেন।তিনি ৫ আগস্টের পর কারাগারের বিভিন্ন অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সম্প্রতি এ বিষয়ে অভিযোগ পেয়ে দুদক দফায় দফায় তদন্ত করে আসছে। এই অবস্থায় তাকে রাঙ্গামাটি জেলায় বদলী করা হলো ।