কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রেসক্লাবের আনন্দ উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সামাজিক ক্লাব-সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রেসক্লাব সদস্যদের সাথে এক মিলনমেলা হয়ে উঠে আনন্দ উৎসবটি।
সোমবার (১২ মে) দিনব্যাপী কুলাউড়ার সিরাজনগর চা-বাগানে আনন্দ উৎসবে আলোচনা সভা, প্রেসক্লাব সদস্যদের পরিচিতি, চা চক্র, খেলাধুলা, মধ্যাহ্নভোজ, আমন্ত্রিত অতিথি ও প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান ও র্যাফেল ড্র এর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সম্প্রীতির বন্ধনে মিলিত হন অতিথিসহ প্রেসক্লাবের সদস্যরা।
আনন্দ উৎসব অনুষ্ঠানের আলোচনা পর্বে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, সদস্য শামীম আহমদ চৌধুরী ও বদরুজ্জামান সজল। উপজেলা জামায়াতের পক্ষ থেকে বক্তব্য দেন সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী ও সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সারোয়ার আলম বেলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মো. আব্দুল লতিফ। বক্তব্য দেন সিরাজনগর চা-বাগানের ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল আরেফীন কামাল। গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মো. মোক্তাদির হোসেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম জাবের ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহি উদ্দিন রিপন, সদস্য সৈয়দ আশফাক তানভীর প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় উপজেলা বিএনপি, উপজেলা জামায়াত, মৌলভীবাজার প্রেসক্লাব, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুলাউড়া ও প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্বদের।
উৎসবজুড়ে ছিল প্রাণের উচ্ছ্বাস, সৌহার্দের বন্ধন। একে অপরের প্রতি গভীর ভালোবাসা। সিরাজনগর চা-বাগানের প্রাকৃতিক ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাবের এই আয়োজনকে সকল অতিথিবৃন্দ সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। শেষ পর্যন্ত আয়োজনটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি সামাজিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল বলে মন্তব্য করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত