1. bachchu.syl@gmail.com : মৌলভীবাজার নিউজ : মৌলভীবাজার নিউজ
  2. info@www.dailymoulvibazarnews.com : মৌলভীবাজার নিউজ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই জন আটক মৌলভীবাজার ট্যাংকলরি, পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত তলিয়ে যাচ্ছে কাউয়াদিঘী হাওরের বোরোধান পানি নিষ্কাশনের দাবিতে কয়েক ইউনিয়নের কৃষকদের মানববন্ধন বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে জি কে গউস শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বর্ধিত সভা দল পুনর্গঠনে জেলা নেতাদের কঠোর বার্তা শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প দীর্ঘ ১১ দিন পর ব্যবসায়ী রুবেল হত্যার রহস্য উদঘাটিত ঘাতক গ্রেফতার গুম খুন হত্যা নির্যাতন করেও বিএনপির কোন নেতাকর্মীকে আওয়ামী লীগে ভিড়াতে পারেনি-জি কে গউছ বড়লেখায় বিএনপির কাউন্সিলরদের আস্থা পুরোনো নেতৃত্বে

চীন পাকিস্তান ভারত ফের মুখোমুখি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
পাক ভারত উত্তেজনা থামছেই না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে আপাতত যুদ্ধ বন্ধ করলেও নতুন করে শুরু হয়েছে বাকযুদ্ধ। পাকিস্তানের সাথে কাশ্মির এবং চীনের সাথে অরুণাচল প্রদেশ নিয়ে আবারও বিরোধে জড়িয়ে পড়েছে ভারত। বিশেষ করে অরুণাচল প্রদেশের কিছু জায়গার নতুন নামকরণের ঘোষণা দিয়েছে চীন। আর এই বিষয়ে  চীনকে কড়া ভাষায় আক্রমণ করেছে ভারত। পাশাপাশি কাশ্মীরের যে অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে তা তারা অ’বৈধভাবে দখল করে রেখেছে। সেই অঞ্চল ফেরত দিতে হবে।এনিয়ে বলা যায় এখন ত্রিমুখী উত্তেজনা চলছে।

বুধবার (১৪ মে) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অরুণাচল প্রদেশ নিয়ে বেইজিংয়ের  প্রচেষ্টাকে ‘অকার্যকর ও হাস্যকর’ বলে উল্লেখ করা হয়েছে।
নয়াদিল্লি বলেছে, চীনের এমন পদক্ষেপ গ্রহণ করবে না ভারত।
এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার(১৪ মে) আরও  জানিয়েছে কাশ্মীরের যে অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে তা তারা অ’বৈধভাবে দখল করে রেখেছে। সেই অঞ্চল ফেরত দিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা লক্ষ্য করেছি, চীন বারবার ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানে নতুন নাম দিয়ে নিজের দাবি প্রতিষ্ঠা করতে চাইছে। আমরা এমন প্রচেষ্টা স্পষ্টভাবে নাকচ করছি।

তিনি আরও বলেন, এ ধরনের সৃজনশীল নামকরণ বাস্তবতা বদলাতে পারে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেয়ার পর কার্যত যেন তারই জবাব দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে কাশ্মীরের যে অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে তা তারা অ’বৈধভাবে দখল করে রেখেছে। সেই অঞ্চল ফেরত দিতে হবে।

এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। ফলে কাশ্মীর নিয়ে কোনো আলোচনা দেখে না ভারত। তারা মনে করে কাশ্মীরের ওই অংশ চুরি করে নিয়েছে পাকিস্তান। ফলে জম্মু-কাশ্মীর ইস্যুতে আলোচনা হতে হবে দ্বিপক্ষীয়। ভারতের এই দাবি কখনো পরিবর্তন হবে না। ফলে কার্যত এ কথার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই মধ্যস্থতার প্রস্তাবকে নাকচ করে দেয়া হলো।

অনলাইন এনডিটিভি লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর ইস্যুতে গুরুত্ব দিয়ে কথা বলার ২৪ ঘন্টা পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করে। অতীতে পাকিস্তান মধ্যস্থতার আহ্বান জানানো এবং সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প দু’বার মধ্যস্থতার প্রস্তাব জানানো সত্ত্বেও ভারত কাশ্মীর সমস্যা দ্বিপক্ষীয়ভাবেই সমাধানে বদ্ধপরিকর।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব তথ্য তুলে ধরেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীর ইস্যুতে জাতীয় একটি অবস্থান ধরে আছে। তা হলো এই সমস্যার সমাধান হতে হবে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে।

এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তান যে জায়গাটা অবৈধভাবে দখল করে আছে তা ছেড়ে দেয়া।
ওদিকে অপারেশন সিঁদুর চালানোর পর সোমবার রাতে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, পাকিস্তানের স’ন্ত্রা’সী অবকাঠামো গুঁড়িয়ে দেয়া এবং পাকিস্তান দখলীকৃত কাশ্মীর ফেরত না দেয়া পর্যন্ত কাশ্মীর নিয়ে কোনো আলোচনা হতে পারে না।

তার পূর্বসুরিদের মতো তিনি বলেন, স’ন্ত্রা’স এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।
এর মধ্য দিয়ে তিনি সিন্ধু নদের পানি চুক্তির দিকে ইঙ্গিত করেছেন। মোদি বলেন, যদি আমরা কখনো পাকিস্তানের সঙ্গে আলোচনা করি তা হবে স’ন্ত্রা’স এবং পাকিস্তান দখলীকৃত কাশ্মীর নিয়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট