স্টাফ রিপোর্টার
নতুন দায়িত্ব পেলেন মৌলভীবাজারের তারুণ্যের অহংকার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। ঢাকায় অনুষ্ঠিতব্য 'তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি' শীর্ষক সেমিনার এবং 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' সফলে পুরো সিলেট বিভাগের সমন্বয়ক তিনি। আগামী ২৭ ও ২৮ মে রাজধানী ঢাকায় কর্মসূচি দুটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এসব সেমিনার এবং সমাবেশ আয়োজন করা হচ্ছে।
সিলেট বিভাগের জেলা ও মহানগর সহ নেতাকর্মীদের সাথে সমন্বয় করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তাকে এই দ্বায়িত্ব দিয়েছেন।
পাশাপাশি যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মকসুদ হোসেন সহ সমন্বয়ক (১) এবং কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে সহ সমন্বয়ক (২) এর দ্বায়িত্ব দেওয়া হয়েছে। যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার ১৫ মে ২৫ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক সমাবেশ সফল করতে সিলেট বিভাগের মহানগর ও জেলা সমূহের সাথে সমন্বয় করবেন।
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবগা ইউনিয়নের সন্তান জাকির হোসেন উজ্জ্বল নব্বুইয়ের দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে ছাত্ররাজনীতি শুরু করেন। এই দীর্ঘ সময়ে তিনি মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের প্রতিনিধি, কলেজ জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের দ্বায়িত্ব পালন করেছেন।পাশাপাশি দীর্ঘদিন ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি। বর্তমানে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বারবার কারা নির্যাতিত এই সাবেক ছাত্রদল নেতা।
এদিকে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এম্ন একটি দায়িত্ব পাওয়ার খবরে নিজ জেলা মৌলভীবাজার সহ গোটা সিলেট বিভাগে যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকির হোসেন উজ্জ্বলের ছবি রাত থেকেই ভাইরাল।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত