শহর প্রতিনিধি :
মৌলভীবাজারে পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী প্রশান্ত দাশ এবং আওয়ামী লীগ কর্মী মিন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) রাতে শহরতলীর সুইসগেট (মনু ব্রিজ) এলাকা থেকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে প্রশান্ত দাশকে গ্রেপ্তার করে।
এদিকে মৌলভীবাজার ডিবি পুলিশ মৌলভীবাজার সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালায়। গভীররাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী চেরাগ মিয়ার ছেলে মিন্টু মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ ও অন্যান্য সুত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রশান্ত ৪ আগস্ট ২৪ শহরে শিক্ষার্থীদের ওপর দা হাতে আঘাত করে। এই ঘটনার ভিডিও চিত্র রয়েছে। এছাড়া মিন্টু মিয়া ছাত্র-জনতার ওপর হামলা করার ভিডিও চিত্র রয়েছে।