1. bachchu.syl@gmail.com : মৌলভীবাজার নিউজ : মৌলভীবাজার নিউজ
  2. info@www.dailymoulvibazarnews.com : মৌলভীবাজার নিউজ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই জন আটক মৌলভীবাজার ট্যাংকলরি, পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত তলিয়ে যাচ্ছে কাউয়াদিঘী হাওরের বোরোধান পানি নিষ্কাশনের দাবিতে কয়েক ইউনিয়নের কৃষকদের মানববন্ধন বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে জি কে গউস শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বর্ধিত সভা দল পুনর্গঠনে জেলা নেতাদের কঠোর বার্তা শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প দীর্ঘ ১১ দিন পর ব্যবসায়ী রুবেল হত্যার রহস্য উদঘাটিত ঘাতক গ্রেফতার গুম খুন হত্যা নির্যাতন করেও বিএনপির কোন নেতাকর্মীকে আওয়ামী লীগে ভিড়াতে পারেনি-জি কে গউছ বড়লেখায় বিএনপির কাউন্সিলরদের আস্থা পুরোনো নেতৃত্বে

আর্জেন্টিনা জাতীয় দলে ফের মেসি :বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :
এমন একটা সময় ছিলো আর্জেন্টিনা ফুটবল  দল মানে লিওনেল মেসি। যার নান্দনিক ফুটবল শৈলী দেখার জন্য বিশ্বের কোটি কোটি মানুষ উন্মোখ হয়ে থাকতেন।এখন বয়স বেড়েছে। গতি কমেছে। তারপরও  শুধু লিওনেল মেসি নামটা এখনো বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমিকের হৃদয়ে। বিশ্ব তাকিয়ে আছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আসরের দিকে। কবে শুরু হবে সেই শো অব আর্থ?  কবে দেখা যাবে বিশ্বের সেরা ম্যাচ উইনার ফুটবলারের পায়ের যাদু। এমনি পরিস্থিতিতে দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চের উইন্ডোতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি মেসি। ওই দুটি ম্যাচ জয়ের পথে মূলপর্বের টিকেট নিশ্চিত করে ফেলে বিশ্বকাপ জয়ীরা।
সেবার প্রাথমিক দলে থাকলেও, ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পাওয়ায় মেসিকে ছাড়াই মূল দল দিয়েছিলেন স্কালোনি। রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ীর সঙ্গে এবার দলে আরও ফিরেছেন ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
তবে বৃহস্পতিবার (১৫ মে)ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। চোটের কারণে মার্চের দলেও ছিলেন না ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
লম্বা সময় পর দলে ফিরেছেন নিকোলাস দমিনগেস। নটিংহ্যাম ফরেস্টের এই সেন্ট্রাল মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ১১ ম্যাচের সবশেষটি খেলেছেন ২০২১ সালে। লেফট-ব্যাক ভালেন্তিন বার্কোও ফিরেছেন। ২০ বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনার জার্সিতে একমাত্র ম্যাচটি খেলেছেন ২০২৪ সালের মার্চে।
গত মার্চে উরুগুয়ের মাঠে ১-০ গোলে জয়ের পর ঘরের মাঠে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে গুঁড়িয়ে দেয় আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ওই ম্যাচে মাঠে নামার আগেই তাদের বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যায় উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া পয়েন্ট হারানোর ফলে।

লিওনেল মেসি টানা চারবারসহ মোট আটবার ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি তিনি সর্বোচ্চ ছয়বার ইউরোপীয় সোনালী জুতো জয়েরও কৃতিত্ব অর্জন করেছেন। তিনি পেশাদার ফুটবলে সর্বমোট ৪৪টি ট্রফি জয় করেছেন,যা ইতিহাসে সর্বোচ্চ। তার পেশাদার ফুটবল জীবনের প্রায় পুরোটাই কেটেছে বার্সেলোনায়। যেখানে তিনি ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি কোপা দেল রেসহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোন খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। এছাড়াও একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ সংখ্যক গোল (৪৪০), লা লিগা ও ইউরোপের যেকোনো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৫০), ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৭৩), এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল (৯১), এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল (২৬) এবং লা লিগা (৩৪) ও চ্যাম্পিয়নস লিগে (৮) সর্বোচ্চ হ্যাট্রিকের কৃতিত্ব। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও পরিচিত। তিনি লা লিগা (১৮৩) এবং কোপা আমেরিকার (১২) ইতিহাসে সর্বোচ্চ গোলে সহায়তাকারীর কৃতিত্বেরও মালিক। জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি ৮০০ এর অধিক পেশাদার গোল করেছেন।
মধ্য আর্জেন্টিনায় জন্ম এবং বেড়ে ওঠা মেসি ছোট বেলায় গ্রোথ হরমোন সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হন। সেই সময় আর্জেন্টিনার কোন ক্লাবের পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না। কিন্তু ক্লাব বার্সেলোনা তার চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নেয়ায় ১৩ বছর বয়সে তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হন এবং স্পেনে পাড়ি জমান। বার্সেলোনার যুব প্রকল্পে তিনি নিজের প্রতিভার প্রমাণ দেখাতে শুরু করেন এবং ২০০৪ সালের অক্টোবরে ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলে তার অভিষেক হয়। পেশাদার ফুটবল জীবনের শুরুতে ইনজুরি-প্রবণ হলেও, ২০০৭ সাল নাগাদ তিনি নিজেকে দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন। তিনি ২০০৭ সালের ব্যালন ডি’অর পুরস্কারে তৃতীয় ও ফিফা বর্ষসেরা পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তী বছর তিনি উভয় পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং এর পরের বছর তিনি প্রথমবারের মত উভয় পুরস্কার জয় করেন। ২০০৮-০৯ মৌসুমে তিনি বার্সেলোনার মূল দলের একজন নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন। সে মৌসুমেই তিনি বার্সেলোনাকে প্রথমবারের মত এবং প্রথম স্পেনীয় ক্লাব হিসেবে ট্রেবল জয়ে সাহায্য করেন।

মেসির সেরা মৌসুম নিয়ে বিতর্ক থাকলেও পরিসংখ্যানগত দিক দিয়ে তার সেরা মৌসুম ছিল ২০১১-১২। সেই মৌসুমে তিনি লা লিগা এবং ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক গোল করার কৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার প্রতিভার আরেকটি ঝলক দেখা যায় ২০১৪-১৫ মৌসুেম, যখন তিনি লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনাকে ঐতিহাসিক দ্বিতীয় ট্রেবল জয়ে সাহায্য করেন। ২০১৮ সালের আগস্টে মেসি বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বয়সভিত্তিক পর্যায়ে তিনি আর্জেন্টিনাকে ২০০৫ ফিফা ইয়ুথ চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেন যে প্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে ফুটবলে স্বর্ণপদক জয় করেন। ২০০৫ সালের অগাস্টে তার আর্জেন্টিনা জাতীয় দলে তার অভিষেক হয়। (২০০৬ ফিফা বিশ্বকাপ) এ গোল করার মধ্য দিয়ে তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। ২০০৭ কোপা আমেরিকায় তিনি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। ওই আসরে আর্জেন্টিনা দ্বিতীয় স্থান অর্জন করে। ২০১১ সালের আগস্টে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়কে হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অধিনায়ক হিসেবে তিনি আর্জেন্টিনার হয়ে টানা তিনটি প্রতিযোগিতার ফাইনাল খেলেছেন: ২০১৪ ফিফা বিশ্বকাপ, ২০১৫ কোপা আমেরিকা এবং ২০১৬ কোপা আমেরিকা। তিনি ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কার জয় করেন। ২০১৬ সালে মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন, তবে কয়েক মাস পরেই তিনি তার সিদ্ধান্ত বদলে পুনরায় জাতীয় দলে ফিরে আসেন এবং ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ খেলায় তিন গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত করেন। ২০১৮ ফিফা বিশ্বকাপ ও ২০১৯ কোপা আমেরিকায় তিনি দলকে নেতৃত্ব দেন। ২০২১ কোপা আমেরিকায় আর্জেন্টিনা তার নেতৃত্বে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ২০২২ সালে তিনি ২০২০ ইউরো জয়ী ইতালির বিরুদ্ধে ফাইনালিসিমা এবং ২০২২ ফিফা বিশ্বকাপ শিরোপা জেতান।২০২২ ফিফা বিশ্বকাপে মেসি গোল্ডেন বল জেতেন। তিনি ২০২২ বিশ্বকাপে ৭ টি গোল করেন। এখনকার সময়ে মেসিকে সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় বলা হয়। ২০২৩ সালে ক্লাব ও জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ফিফা বর্ষসেরা এর পুরস্কারে পুরষ্কৃত করা হয়। আর্জেন্টিনার হয়ে তার সর্বশেষ সাফল্য ২০২৪ কোপা আমেরিকা জয়। মেসি তার খেলোয়াড় জীবনে সব কিছুই অর্জন করেছে যা একজন সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার জন্য প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট