1. bachchu.syl@gmail.com : মৌলভীবাজার নিউজ : মৌলভীবাজার নিউজ
  2. info@www.dailymoulvibazarnews.com : মৌলভীবাজার নিউজ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই জন আটক মৌলভীবাজার ট্যাংকলরি, পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত তলিয়ে যাচ্ছে কাউয়াদিঘী হাওরের বোরোধান পানি নিষ্কাশনের দাবিতে কয়েক ইউনিয়নের কৃষকদের মানববন্ধন বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে জি কে গউস শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বর্ধিত সভা দল পুনর্গঠনে জেলা নেতাদের কঠোর বার্তা শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প দীর্ঘ ১১ দিন পর ব্যবসায়ী রুবেল হত্যার রহস্য উদঘাটিত ঘাতক গ্রেফতার গুম খুন হত্যা নির্যাতন করেও বিএনপির কোন নেতাকর্মীকে আওয়ামী লীগে ভিড়াতে পারেনি-জি কে গউছ বড়লেখায় বিএনপির কাউন্সিলরদের আস্থা পুরোনো নেতৃত্বে

কুলাউড়ায় দূর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে
oplus_0

কুলাউড়ায় দূর্নীতি বিরোধী স্কুল বিতর্ক  প্রতিযোগিত

কুলাউড়া প্রতিনিধি :

“দূর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দূর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টি করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের আয়োজনে ও কুলাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে শনিবার (১৭ মে) সকাল ১১টায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, ভাটেরা স্কুল এন্ড কলেজ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী পর্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, দূর্নীতি শুধু সরকারি পর্যায়ে হয়না, সমাজের প্রতিটি সেক্টরে দূর্নীতি রয়েছে। ব্যাংক, বেসরকারি খাতে যে দূর্নীতি হয় সেটার জন্য কি সরকারী সেক্টর জড়িত। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে দূর্নীতি হয়। তিনি আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে অর্পিত দায়িত্বে অবহেলা করাও দুর্নীতি। দুর্নীতিকে দূর করতে হলে, মনের ভেতর থেকে ভালোবাসা জাগ্রত করতে হবে। তা না হলে সমাজ থেকে দূর্নীতি দূর করা সম্ভব হবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, দূর্নীতির বহুমাত্রিক ধারণা রয়েছে। সে সম্পর্কে ধারণা নিয়ে আগামীতে বড় পরিসরে আলোকপাত করতে হবে। আজকের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দূর্নীতির বিষয়ে যেটা আলোকপাত করেছেন তা অনেক উঁচু পর্যায়ে আলোচনা করার মতো। তাই সমাজের সকল দূর্নীতি রোধে সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে সৎ ও সচেতন থেকে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমীন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নির্মাল্য মিত্র সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ম পর্বে “মূল্যেবোধ ও দেশপ্রেমের অভাবে দূর্নীতির বিস্তারের মূল কারণ” ২য় পর্বে আইনের শাসনের অভাবেই দূর্নীতি বিস্তার ঘটে ও চূড়ান্ত পর্বে “অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতির প্রধান কারণ” বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ শফিকুল ইসলাম ও প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন মো. আব্দুর রহিম প্রধান। প্রতিযোগিতায় উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। সেরা বক্তা হয়েছেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা উত্তরা রায় লক্ষী। চ্যাম্পিয়ন দলে অংশ নেন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদা তাহসিন, ফাহমিদা তাহসিন ও ফাতেমা জান্নাত। রানার্স আপ দলে অংশ নেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা রায় লক্ষী, অনিন্দিতা ঘোষ তুলি ও রুয়াইদা নাজিম বর্ষা। #

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট