ইসমত আলী, দুবাই প্রতিনিধি :
আরব আমিরাতে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার ( ১৬ মে) শারজায় হুদাইবিয়া হোটেল হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাজি আলীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল মালেক মল্লিক।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহ আলম।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপদেষ্ট মুজিবুল ইসলাম সিআইপি, উপদেষ্টা মোহাম্মদ নাসিরুল হক, পৃষ্ঠপোষক আব্দুল আজিজ উজ্জ্বল, উপদেষ্টা মুজিবুল হক।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে স্বাগতিক বক্তব্য রাখেন হাবিবুর রহমান, পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,লুকমান হোসেন, সুয়েল মিয়া, অর্থ সম্পাদক মোতাহের হোসেন চৌধুরী,শামীম আহমদ, ইছমত আলী, আব্দুল মজিদ, নিজাম উদ্দিন ইসমাঈল, সোহেল মিয়া রুবেল মিয়া,তাজুল ইসলাম, নাসির উদ্দিন, আব্দুল হান্নান,মেহেদী হাসান,তাহলিমুন হাসান রাকি,আব্দুল মাজীদ, বদরুল, ইসলাম, শাহিন আহমেদ, রিয়াজ উদ্দিন,আব্দুল আহাদ,মালিক মিয়া, আবুল হোসেন প্রমুখ। ।
প্রধান উপদেষ্টা আব্দুল মালিক বলেন, সংগঠন শুরু থেকে এই সংগঠন অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ৭ টি প্রবাসীর মরদেহ লাশ এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশ প্রেরণ করেছে এবং প্রবাসে অনেক অসহায় রোগীদের জন্য অর্থ দিয়েছে।
ঈদের ছুটিতে দেশে যাবেন সেই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা স্মারক গ্রহন করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, প্রধান উপদেষ্টা আব্দুল মালেক মল্লিক, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহ আলম, পৃষ্ঠপোষক আব্দুল আজিজ উজ্জ্বল।
এই সংগঠনের ভালো কার্যক্রম দেখে উপস্থিত প্রায় নতুন ৫০ জন সদস্য সংগঠনের ফরম পূরণ করেন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার ব্যক্ত করেন।
মাওলানা আব্দুল্লাহ আল মিজানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।