স্টাফ রিপোর্টার :
সিলেট অঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় সুরমা কুশিয়ারা মনু ধলাই জুড়ী ফানাই খোয়াই সহ সবক’টি নদীর পানি বেড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৮ জেলায় বন্যার পূর্বাভাস দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজিকাল বিভাগের তথ্য মতে, গত ৭২ ঘন্টায় সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় শতাধিক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এতে সিলেট সুনামগঞ্জ জেলায় সুরমা এবং মৌলভীবাজার জেলায় মনু ধলাই ও জুড়ী নদীর পানি বেশী বেড়েছে।
এদিকে ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে আগামী ৭২ ঘন্টায় ভারী বর্ষণের আশংকা রয়েছে। এতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৮ টি বন্যার আশংকা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। জেলাগুলো হলো সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ, ময়মনসিংহ,জামালপুর শেরপুর ও নেত্রকোনা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আকস্মিক বন্যার বিশেষ সতর্কবার্তা শিরোনামে ওই প্রজ্ঞাপনে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
<দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ত্রাণ(যুগ্ম সচিব) মো. আব্দুর রশিদ এতে স্বাক্ষর করছেন।