কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামে জনগুরুত্বপূর্ণ একটি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এডিপির আওতায় ৩ লক্ষ টাকার ওই কাজ মুল স্থান থেকে শুরু না করে নাম মাত্র কাজ করে বড় অংকের অর্থ আত্মসাতের পাঁয়তারা চলছে। এ নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়লে এখন প্রশাসন নড়েচড়ে বসেছে।
স্থানীয় সরকার প্রকৌশল কুলাউড়া উপজেলা।কার্যালয় সুত্রে জানা যায় মনু তিলকপুর সড়কের নুর খাঁর দিঘীর পার হতে ভুইগাঁও আক্কল আলী সর্দারের বাড়ি পর্যন্ত রাস্তাটি জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। ভুইগাও দাউদপুর আলীপুর মাদানগর শুকনাভী এলাকার বিপুল সংখ্যক মানুষ রাস্তাটি ব্যবহার করে থাকেন। বর্ষায় বৃষ্টিপাত হলে এই এলাকার মানুষ রাস্তাটি ব্যবহার করতে যেয়ে সীমাহীন ভোগান্তির শিকার হন।এমতাবস্থায় রাস্তাটি ইট সলিং করার জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ৩ লক্ষ টাকা বরাদ্দ করেন। কাজটি পান ঠিকাদার বিণয় কুর্মি নামক একজন ব্যবসায়ী।
<span;>স্থানীয়দের অভিযোগ একটি চক্র বড় অংকের টাকা আত্মসাৎ করার লক্ষে প্রকল্পের প্রস্তাবিত নুর খাঁর দিঘীর পার থেকে কাজ শুরু না করে তোতা মিয়ার বাড়ির পাশ থেকে শুরু করে আক্কল আলী সর্দারের বাড়ি পর্যন্ত নাম মাত্র কাজ করে প্রকল্পের কাজ সমাপ্তি ঘোষণা করে সাইনবোর্ড টানিয়ে দেয়। তড়িঘড়ি করে সাইনবোর্ড দিতে গিয়ে আবার ৩ লক্ষ টাকার স্থলে প্রকল্প ব্যয় ৩ কোটি টাকা লিখে রাখে। এ নিয়ে মারাত্মক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া এলজিইডির সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম মৌলভীবাজার নিউজকে বলেন,অভিযোগ পাওয়ার পর শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরিদর্শন করে এসেছি। প্রকল্পের প্রস্তাবিত স্থান হতে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত