স্টাফ রিপোর্টার:
নিরাপদ স্থান ভেবে এসেছিলেন হোটেলে। ইচ্ছে ছিলো আমোদপ্রমোদ করা। কিন্তু বাধ সেধেছে বেরসিক পুলিশ। অসামাজিক কার্যকলাপের সময় ৪ যুবক যুবতীকে আটক করে নিয়ে গেছে থানায় ।মৌলভীবাজার শহরের চৌমোহনাস্থ বীণা আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে ।পুলিশ সুত্র জানায় গোপন সংবাদ পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ শনিবার (১৭ মে)শহরের চৌমুহনীতে বীনা আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৪নারী-পুরুষকে আটক করে।
আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার আলেপুর গ্রামের শফিক মিয়া‘র পুত্র মো: সাইফ (২৬), মৌলভীবাজার জেলা সদর-এর দরগা মহল্লা এলাকার আসিফ মিয়া এর কন্যা ফারিহা (২৪), সদর উপজেলার আশিয়া গ্রামের সায়েম আহমদ এর পুত্র রায়হান শাকিল (২৪) ও একই উপজেলার বেকামুড়া গ্রামের জিয়াউর রহমান এর কন্যা সুমাইয়া (১৮)।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে মৌলভীবাজার নিউজকে জানান, গ্রেফতারকৃতদের ২৯০ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহনপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত