কুলাউড়া প্রতিনিধি :
আগামী পয়েলা জুন রোববার হাজীপুর ইউনিয়নের বিএনপির সম্মেলন। সেদিন ৯ টি ওয়ার্ডের ৪ শতাধিক কাউন্সিলর ভোটে পরবর্তী নেতৃত্ব নির্বাচিত করবে। ইউনিয়ন কাউন্সিলকে সামনে রেখে আজ রোববার (১৮ মে ) ছিলো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
উক্ত কাউন্সিলের সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশীরা আজকে হাজীপুর ইউনিয়ন পরিষদের হল রুমে নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়ন ফরম জমা দেন ।শেষ খবর পাওয়া পর্যন্ত সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন মিলে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বিএনপি সুত্রে জানা যায় সভাপতি পদের জন্য সাবেক মেম্বার ইয়াকুব আলী এবং সাবেক সভাপতি ফারুক আহমেদ পান্না মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রুমেন এবং সাবেক সাধারণ সম্পাদক জুবেদ আলম মনোনয়ন জমা দেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদের জন্য বর্তমান সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, হাজীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মুহিত এবং সাবেক যুবদল নেতা আকরার মিয়া মনোনয়ন জমা দেন।
আগামীকাল সোমবার যাছাই বাছাই ও প্রত্যাহার শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে জানা গেছে।
এদিকে হাজীপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে সামনে রেখে বিএনপি কুলাউড়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য এবং ইউপি সমন্বয়কারী শামীম আহমেদ চৌধুরী কে প্রধান ম্নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।