কুলাউড়া প্রতিনিধি।
অবশেষে চলে যেতে হচ্ছে কুলাউড়া থানার বহুল আলোচিত সমালোচিত অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম আফছার কে। শনিবার পুলিশ হেডকোয়ার্টার তাকে প্রত্যাহার করেছে। পাশাপাশি রাজনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামী গ্রেফতারে পক্ষপাতিত্ব মামলা বানিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি অদৃশ্য কারণে বিভিন্ন মামলার বিষয়ে সকাল বিকাল সিদ্ধান্ত পরিবর্তন করার নজির আছে। অভিযোগ রয়েছে, পুরো উপজেলার একটা বিশেষ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিলেন ওসি গোলাম আফসার। ফলে চুনোপুঁটি গ্রেফতার হলেও কুলাউড়া উপজেলার শীর্ষ ডেভিলদের ধরতে তিনি ছিলেন উদাসীন।
গত শনিবার (১৭ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো: মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয় থেকে কুলাউড়া ও রাজনগর থানার ওসিকে অন্যত্র বদলীর অনুমতি প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি পত্র প্রেরণ করা হয়। সেই পত্রের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক অন্যত্র বদলীর অনুমতি প্রদান করা হয়। যার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেয়া হয়েছে ডিআইজি, সিলেট রেঞ্জ, পুলিশ সুপার, মৌলভীবাজার ও স্টাফ অফিসার টু আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্স।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক পত্রে সিলেট রেঞ্জের বিভিন্ন থানার ওসিসহ কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছারকে টুরিস্ট পুলিশে বদলী করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে কুলাউড়া থানার ওসি হিসেবে তিনি বহাল থাকেন।