কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে কয়েক মাস আগে চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ রাখা হয়। স্থানীয় জনতার হাতে আটক গাড়িটি ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়ে যায় পুলিশ। পরিষদের জিম্মায় থাকা ওই গাড়িটিতে এখন গ্যাস সিলিন্ডার ইঞ্জিনসহ মুল্যবান যন্ত্রপাতি কিছুই নেই। জানা গেছে ইউনিয়ন পরিষদের বাউন্ডারির ভিতরে থাকা গাড়ির এসব যন্ত্রপাতি খুলে বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর ইউনিয়নের সাধারণ নাগরিকরা অনেকটা হতোবম্ব। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েক মাস পুর্বে হাজীপুর ইউনিয়নের বিলেরপার ( গুচ্ছগ্রাম) এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ব্যাটারি চুরি করতে একটি চক্র একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো ১১) নিয়ে আসে। ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা গাড়িটি আটক করে। পরে পুলিশ এসে গাড়িটি ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখে চোরদের নিয়ে যায়। তখন স্থানীয় চেয়ারম্যান গাড়িটি ইউনিয়ন পরিষদের বাউন্ডারির অভ্যন্তরে রাখেন। কিন্তু গাড়িতে এখন বডি ব্য তিত কোনো যন্ত্রপাতি নেই। জানা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার ইঞ্জিন সহ মুল্যবান সকল যন্ত্রপাতি বিক্রি হয়ে গেছে।
ঘটনার দিন স্পটে আসা কুলাউড়া থানা পুলিশের উপ পরিদর্শক এস আই হাবিবুর রহমান বলেন, আমি প্রাইভেট কার আটকের বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে গাড়িটি ইউনিয়ন পরিষদে নিয়ে আসি।পরে স্থানীয় চেয়ারম্যান সহ পরিষদের লোকজন নিজেরা আটকের কারণে সেটা তাদের জিম্মায় রাখার ইচ্ছা ব্যক্ত করলে সেখানে রেখে আসি।
হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমেদ চৌধুরী বুলবুল এ বিষয়ে মৌলভীবাজার নিউজ কে জানান ইউনিয়ন পরিষদে জব্দ থাকা প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার সহ কিছু মালামাল গত ঈদের ছুটি চলাকালীন সময়ে কে কারা চুরি করে নিয়ে গেছে। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।গাড়ির যন্ত্রাংশ চুরির বিষয়ে দায়িত্ব পালনে যাদের গাফিলতি ছিলো কঠোন ব্যবস্থা নেওয়া হবে।
কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ( ওসি) গোলাম আফসার বলেন আমি বিষয়টি খোজ নিচ্ছি।