আব্দুস শুকুর, শ্রীমঙ্গল
অবশেষে দীর্ঘ ৪ মাস পর শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির গঠিত নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সভাকক্ষে এ সভা আয়োজন করেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে উপজেলার প্রতিটি ইউনিয়নে দ্রুত সময়ের মধ্যে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কমিটি গঠনে কোনো নির্দিষ্ট গ্রুপের প্রভাব না রেখে, দলের প্রতি নিবেদিতপ্রাণ ত্যাগী নেতাকর্মী এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন জেলা বিএনপির নেতারা।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, ন্যাশনাল টি কোম্পানারী পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।
সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান লাল হাজী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জরিফ, যুগ্ম আহ্বায়ক মো. তাজ উদ্দিন তাজু, তারেক খন্দকার, হাফিজুর রহমান তুহিন, আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুল মুসাব্বির, মো. মকবুল হোসেন, মো. আবুল হোসেন, এম এ কাইয়ুম, আব্দুর রহিম, মো. মোবারক হোসেন, মকসুদ আলী, নজরুল ইসলাম জাহান, মো. জসিম উদ্দিন, বাদশা মিয়া কাজল, মশিউর রহমান রিপন, মছদ্দর আলী, প্রমুখ।
এছাড়া একই দিন দুপুরের পর মহসিন অডিটোরিয়াম এর কনফারেন্স হলে দীর্ঘ প্রায় চার মাস পর শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর বিএনপি'র আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ন আহবায়ক রাশেদুল হক, আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য, মীর এম
এ সালাম, আলকাছ মিয়া, নজরুল ইসলাম, মো. আলমগীর সেলিম, টিটু দাস, শহীদ মিয়া, জয়নাল চৌধুরী, ফয়ছল আহমেদ, মো. মোছাব্বির আলী মুন্না, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, জাহিদ হোসেন, মিজানুর রহমান মাসুম, সাইফুদ্দিন সাবলু, টমাস আহমদ, কামরুল ইসলাম জুয়েল, মো. শেফাক ইসলাম নিলু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত