স্পোর্টস ডেস্ক :
ইউরোপের সকল নামি-দামি আসরে কাপ জিতেছেন। গড়েছেন একের পর এক রেকর্ড। দীর্ঘ সময় খেলেছেন স্পেনের শীর্ষ ক্লাব বার্সেলোনায়। বাকি ছিলো কোপা আমেরিকা আর বিশ্বকাপ। ২০২২ সালে কাতার বিশ্বকাপের আসরে সেটাও হাসিল করেছেন। সর্বশেষ ২০২৪ সালে ব্যালন ডি আর জিতে লিওনেল মেসি বিশ্ব ফুটবলে একক সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেয়েছে ন আগেই। এবার ফুটবল ইতিহাসে এক নতুন পালক যুক্ত হলো লিওনেল মেসির মুকুটে। ফুটবল পরিসংখ্যান ও ইতিহাসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইএফএফএইচএস (আইএফএফেইচএস)-এর ভোটে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।
বিশ্বজুড়ে তারকা ফুটবলারদের ব্যক্তিগত ও দলগত সাফল্যের বিস্তারিত পরিসংখ্যান পর্যালোচনা করে তৈরি করা হয়েছে এই তালিকা। মেসির ক্লাব পর্যায়ে বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে পারফরম্যান্স, সঙ্গে আর্জেন্টিনা সিনিয়র ও অনূর্ধ্ব–২০ দলের হয়ে অর্জন, সবকিছুই বিবেচনায় এনেছে সংস্থাটি।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, আর তৃতীয় স্থানে আছেন আরেক আর্জেন্টাইন মহাতারকা দিয়েগো আরমান্দো মারাদোনা।
আরও এক আর্জেন্টাইন কিংবদন্তি ঠাঁই পেয়েছেন সেরা দশে—আলফ্রেদো দি স্তেফানো।
ব্লন্ড অ্যারো’ খ্যাত এই ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদের জার্সিতে ইতিহাস গড়লেও আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন স্পেনের হয়ে। তার অবস্থান নবম।
আইএফএফএইচএস-এর সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা:
১. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২.পেলে (ব্রাজিল)
৩. দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
৪. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
৫. ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
৬ .রোনালদো নাজারিও (ব্রাজিল)
৭. জিনেদিন জিদান (ফ্রান্স)
৮. ফ্রাঙ্ক বেকেনবাওয়ার (জার্মানি)
৯. আলফ্রেদো দি স্তেফানো (আর্জেন্টিনা/স্পেন)
১০. রোনালদিনহো (ব্রাজিল)