কুলাউড়া প্রতিনিধি :
হাজীপুর ইউনিয়নের স্কুল ছাত্রী মাইশা জান্নাত ইতি(১৩)র এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি!সোমবার ১৯ মে তার মা কুলসুম বেগম কুলাউড়া থানায় একটি জিডি করেছেন।
জিডি সুত্রে জানা যায় হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের ওমান প্রবাসী মো: ইব্রাহিম মিয়ার বড় মেয়ে মাইশা জান্নাত ইতি (১৩) হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। রোববার সকাল আনুমানিক সাড়ে ৮ টায় নিজ বাড়ি থেকে হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে আর বাড়িতে ফিরেনি।
মা কুলসুম জানান, ,হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইতি নিখোঁজ হওয়ার সময় স্কুল ব্যাগ সাথে ছিলো।,যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বার গুলাতে যোগাযোগ করতে বলা হয়েছে।
মোবাইল নং : 01987718565
01754664224