প্রেস বিজ্ঞপ্তি:
চ্যারিটি সংগঠন ’লাভ শেয়ার বিডি ইউএস’র ঢাকা অফিস উদ্বোধন করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।বুধবার+ ২১ মে) ঢাকার পল্লবীতে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি/ইউএস’ এর ঢাকা অফিস উদ্বোধন হলো। ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাভ শেয়ার বিডির সাধারণ সম্পাদক ফজলে ইলাহী ভূঁইয়া, দেওয়ান মহিউদ্দিন বিপ্লব, জাহাঙ্গীর আলম বাবু, সাংবাদিক আতাউর রহমান কাবুল, আবুল কাশেম, কামরুল আলম, শেখ আরশাদ ইমাম, নাজমুল হোসেন, শাহিন চিশতী, এম এ মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, দীর্ঘ বিশ বছর ধরে আর্তমানবতার কল্যাণে নানা কাজ করে যাচ্ছে এই দাতব্য সংস্থাটি। দুস্থ রোগীদের সহায়তা সহ নানা দাতব্য কাজে এই সংগঠনটি ব্যাপক ভূমিকা রাখতে চায় বলে আজ থেকে যাত্রা শুরু হলো বাংলাদেশ অফিসের।
আর্ত মানবতার সেবায় তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দূর্যোগে ফান্ড রাইজিংয়ের অংশ হিসেবে ইতিমধ্যে তুরষ্ক, সিরিয়া, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে সহযোগিতা করেছে সংস্থাটি। বাংলাদেশে বিগত বন্যায় কয়েকটি জেলায় ত্রাণসামগ্রী প্রদান সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হয়ে নিটোরে চিকিৎসাধীন প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়াও ওই আন্দোলনে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের বিভিন্ন উপজেলায় হেলথ ক্যাম্প পরিচালনাসহ দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা মানবিক কাজ করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত