ইছমত আলী, দুবাই প্রতিনিধি :
সংযুক্ত আরব আমিরাত তথা বিশ্বময় বাংলাদেশী নামকরা সুগন্ধি প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমস এর চেয়ারম্যান সিলেট কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপি’কে ৮ম গোল্ডেন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস প্রদান করা হয়েছে।গত রবিবার (১৮ মে) দুবাই ফেস্টিভ্যাল সিটি ইন্টারকন্টিন্টেল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বব্যাপী সুগন্ধি শিল্পের জন্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, আমিরাতের কেবিনেট মিনিষ্টার শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান এই পুরস্কারটি তুলে দেন।
আমিরাতে বাংলাদেশের প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত পারফিউমস কোম্পানি আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির সিইও মোহাম্মদ মাহতাবুর রহমান নাছিরকে মর্যাদাপূর্ণ ৮ম গোল্ডেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড বছরের সেরা সুগন্ধি পুরস্কারে ভূষিত করা হয়েছে। দুবাই ইন্টারকন্টিনেন্টাল হোটেল বলরুমে সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী মন্ত্রী ও রাজ পরিবারের সদস্য শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান এই পুরস্কারটি দক্ষিণ এশিয়ার বিজনেস আইকন মাহাতাবুর রহমানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী, শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান এই পুরস্কারটি প্রদান করেন।
বিশ্ববিখ্যাত পারফিউমস কোম্পানি আল হারামাইন পারফিউমস দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ও আন্তর্জাতিক বাজারে পারফিউম শিল্পে উদ্ভাবনীয় ও মানসম্পন্ন পণ্যের জন্য সুপরিচিত। এই সম্মাননা তাদের বিশ্ববাজারে অবস্থানকে আরও সুদৃঢ় করলো এবং পাশাপাশি বাংলাদেশের বিশ্ববাজারে আরো সুনাম বয়ে আনল এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানে হাজার হাজার বাংলাদেশী সহ বিভিন্ন দেশের শ্রমিকরা কাজ করে থাকেন।