কুলাউড়া প্রতিনিধি :
২১ মে বুধবার ছিলো কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকুর ৬৭ তম জন্মদিন।এ উপলক্ষে কুলাউড়ায় ছাত্রদল আয়োজিত এক কেক কাটার অনুষ্ঠানে তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন,”আমি আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই। আমাকে কেউ যেনো ঠক বাটপার না বলে। চাঁদাবাজ ধান্ধাবাজ যেনো না বলে। আপনারা সেই দোয়া করবেন। ৬৭ বছরে এই উপাধি পাইনি। বাকি জীবন যেনো সেভাবে কাটাতে পারি।
তিনি বলেন ,”আমি যদি কুলাউড়ার নেতৃত্বে আসি। জনাব তারেক রহমানের নির্দেশে আমি যদি ধানের শীষ পাই। আপনাদের আমানত আপনাদের কাছে থাকবে।আমার ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা যাতে বিভিন্ন স্তানে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত হতে পারে আমি সেদিকে সজাগ দৃষ্টি রাখবো”।
তিনি বলেন, “আমাকে যদি নেতৃত্ব দেওয়া হয় আমার দ্বারা দলের কোনো অপকার হবে না। দলের সম্মান নষ্ট হবে না।
শওকতুল ইসলাম শকু ৬৭ তম জন্মদিনের সংক্ষিপ্ত বক্তব্যে আগামী দিনে সততার সাথে দ্বায়িত্ব পালন করতে নেতাকর্মীদের দোয়া ও আশীর্বাদ কামনা করেন
কুলাউড়া দক্ষিণ বাজারে একটি ফাস্টফুড শপের হল রুমে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই এক কেককাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে বক্তব্য রাখতে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,” আমাদের নেতাকর্মীদের সমস্যার শেষ নেই। আমাদের স্বাদ আছে সাধ্য নেই। সব সমস্যা একা কারো পক্ষে শেষ করা সম্ভব নয়। তবে তিনি সবসময় এসব সমাধানের চেষ্টা করে যাই”।
উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা তানজিল হাসান খানের সভাপতিত্বে ও আতিকুল ইসলাম আতিকের সঞ্চালনায় এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী ও বদরুজ্জামান সজল সহ বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ। বিএনপির বিভিন্ন অঙ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন। ,