কুলাউড়া প্রতিনিধি।
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে ভারতীয়দের পুশ ইন থামছে না। দীর্ঘদিন ধরে ভারতে আছেন এমন মুসলিম নাগরিকদের সুযোগ পেলেই এ-ই পারে ঠেলে দিচ্ছে ভারতীয় পুলিশ ও বিএসএফ।গত এক মাসে অর্ধ শতাধিক নাগরিককে কুলাউড়া বড়লেখা জুড়ী কমলগঞ্জ এসব সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করেছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার দিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে ফের পুশইনের ঘটনা ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ শিশুসহ ৭ বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠায়।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের পর তুতবাড়ি সংলগ্ন সীমান্ত এলাকায় স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর ৪৬-বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
এ বিষয়ে ৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, “আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক, তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করবো।”
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, “বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, এর আগেও গত ১৫ মে একই সীমান্ত এলাকা দিয়ে পুশইনের শিকার হওয়া ১৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত