বিশেষ প্রতিনিধি :
মৌলভীবাজারে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে প্রাক্তন মেয়র ফয়জুল করিম ময়ূনকে আহবায়ক করে গেলো বছরের শেষের দিকে জেলা বিএনপির নতুন আয়ব্যয়ক কমিটি দেওয়া হয়। এরপর দলের কয়েকটি মিটিংয়েও উভয় গ্রুপের নেতাকর্মীদের হাস্যোজ্জ্বল চেহারা দেখা যায়। এমনি সময়ে জুড়ী উপজেলার একটি মিটিংয়ে সাবেক এমপি এম নাসের রহমান ও ভিপি মিজানুর রহমানকে একই মঞ্চে প্রধান ও বিশেষ অতিথি করা নিয়ে ফের বিভক্ত হয়ে পড়ে জেলা বিএনপি।
বিএনপির আহবায়ক কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ডিসেম্বরে জুড়ী উপজেলা বিএনপির প্রথম সভায় সাবেক এমপি এম নাসের রহমানকে প্রধান অতিথি এব সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে বিশেষ অতিথি করার বিষয়টি মেনে নেননি সাবেক সভাপতি এম নাসের রহমান। তিনি চেয়েছিলেন মিজানুর রহমানকে সঞ্চালক করা হোক। সেটা না করায় জুড়ীতে গিয়েও সভায় যোগ না দিয়ে ওইদিন ফিরে মৌলভীবাজারে ফিরে আসেন এমপি নাসের রহমান ও সাংগঠনিক সম্পাদক জি কে গউছ । তখন থেকে দুই গ্রুপের দ্বন্ধ আবার প্রকাশ্যে আসে। দেখা দেয় চরম মতবিরোধ। অনেকের মধ্যে মুখ দেখাদেখিও ছিলো অনেকটা বন্ধ। কিন্তু অনঢ় অবস্থানে থাকেন জেলা আহবায়ক ফয়জুল করিম ময়ূন।
মৌলভীবাজার নিউজকে ওই বিএনপি নেতা বলেন পরে একাটুনা ইউনিয়নের বিএনপির সভায় নানু মিয়া নামক একজন বক্তা সাবেক এমপি এম নাসের রহমানকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি দেখা দিলে নুরুল ইসলাম নামক ওই নেতাকে শোকজ বহিষ্কারও করা হয় ।
দলীয় সুত্র জানায় ওই ঘটনার জেরে ৯ মে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল সহ মিজান গ্রুপের ২ জনের উপর হামলা হয়। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে অপর গ্রুপের দুই ছাত্রদল নেতার উপর হামলা হলে অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। প্রায় বন্ধ হয়ে যায় মৌলভীবাজার বিএনপির ঐক্যবদ্ধ দলীয় কার্যক্রম।
এই পরিস্থিতিতে মৌলভীবাজারে ছুটে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছসহ নেতৃবৃন্দ।জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে তারা দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে সাংগঠনিক কঠোর দিক নির্দেশনা দেন বিএনপির নীতিনির্ধারকেরা।
বিএনপি নেতা এম ইদ্রিস আলী জানান, এরই পরিপ্রেক্ষিতে বুধবার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের সময়োচিত পদক্ষেপ পদক্ষেপ দলীয় মতভেদ ও স্থবিরতা কাটিয়ে ফের ঐক্যর পথে হাঁটছে মৌলভীবাজার বিএনপি।
বিএনপির দলীয় সুত্র জানায়, বুধবার (২১মে) জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন সভাপতিত্বে তাঁর বাসভবনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিনঘন্টা ব্যাপী উক্ত সভায় উভয় গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন। প্রথমে কুশল বিনিময় ও পরে কোলাকুলি হয়।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো.মহসিন মিয়া মধু , জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকি, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা,আলহাজ আব্দুল মুকিত, আব্দুল হাফিজ, বকসি মিছবাউর রহমান, মনোয়ার আহমেদ রহমান,স্বাগত কিশোর দাস চৌধুরীসহ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এদিকে মতানৈক্য কাটিয়ে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে ফের ঐক্যবদ্ধ হওয়ায় জেলা বিএনপিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নতুন করে গতিসঞ্চার ও উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা ।
বিশেষ সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন- কোন ষড়যন্ত্রই আমাদের দলের ঐক্য বিনষ্ট করতে পারে না। বিএনপির মতো বৃহৎ দলে মতানৈক্য থাকতে পারে, মতের অমিল হতে পারে কিন্তু বসে গেলে আমরা এক হয়ে যাই। মনের দুরত্ব কাটিয়ে উঠে যাই ৷ অতীতের সব ভুল বুঝাবুঝি বাদ দিয়ে আমরা সবাই এক ও অভিন্ন হয়ে মৌলভীবাজার জেলা বিএনপির রাজনীতির গৌরবের ঐক্যের ইতিহাস গড়ব।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান বলেন, আসলে কোনো মতবিরোধ বা কোন্দল না। সদর উপজেলা এবং পৌরসভার নতুন কমিটি গঠন নিয়ে কিছু মতবিরোধ ছিলো । আমাদের জেলার দ্বায়িত্বপ্রাপ্ত নেতা স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন একটা গাইড লাইন দিয়েছেন। সেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত