স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের এক বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট ও ভারতীয় রূপিসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক মাহবুব রহমান মোল্লার নেতৃত্বে বুধবার (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানাধীন ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিক (৪১), পিতা- মৃত দেবেন্দ্র মল্লিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশী টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে বাংলাদেশি জাল টাকা: মোট ২ লক্ষ ৭৭ হাজার ২ শ' টাকা
ভারতীয় জাল রূপি: মোট ৩, হাজার ৯ শত রূপি,মোবাইল ফোন: ১টি বাটন মোবাইল ( সিম্পনি এল ৪৬
কাগজের খাকি খাম: ১২টি
এর মধ্যে ১০০০ টাকার নোট ১৫৫ টি, ৫০০ টাকার ২০০ টি, ২০০ টাকার ১১১ টি এবং ভারতীয় ৫০০ টাকার ০৫ টি, ২০০ টাকার ০৭ টি নোট পাওয়া যায়।
ব্রিফিংয়ে আরও জানানো হয় আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে জাল টাকার ব্যবসার সাথে যুক্ত। সে দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছিল। মূলত আসন্ন কোরবানী ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে সে জাল টাকাগুলো নিয়ে এসেছিল।
ব্রিফিংয়ে জানানো হয় তার বিরুদ্ধে ইতিপূর্বেও জাল টাকার মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশী নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রূপীসহ র্যাব কর্তৃক গ্রেফতার করা হয়েছিল।
গতকালের ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ(বি) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।###
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত