নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার এক বিশেষ সভা গতকাল বুধবার (২১মে) রাতে জেলা জেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র ফজলুল করিম ময়ূনের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির উদ্যোগে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ূরের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান, আহবায়ক কমিটির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু(শ্রীমঙ্গল) , আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, আব্দুল ওয়ালী সিদ্দিকি, আব্দুল মুকিত, আব্দুল হাফিজ( বড়লেখা) , মনোয়ার আহমেদ রহমান, বকশি মিজবাউর রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরী, দরুদ আহমেদ ( কমলগঞ্জ) সহ জেলা বিএনপির আহবায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন, আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগদান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।