কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর নিবাসী সদাহাস্যজ্বল সমাজসেবক শফিউদ্দিন আহমেদ তারেক(৪৮) আর নেই। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ টা ৫২ মিনিটের দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।মরহুম শফিউদ্দিন তারেক এর জানাজার নামাজ আজ শনিবার বাদ আছর কাদিপুর ইউনিয়নের হোসেনপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
শফি উদ্দিন আহমেদ তারেক উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এডভোকেট সালাউদ্দিন আজিজের ছোট ভাই এবং কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকিম উদ্দিন আহমেদ ও হাজীপুর ইউনিয়নের মনু বাজার নিবাসী আহমদ আলী মাস্টার সাহেবের এর শালা। তিনি নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক জাকির হোসেন এর মামা। তিনি হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের অন্যতম একজন সদস্য ছিলেন ।
পারিবারিক সুত্র জানিয়েছে, গত ১৫ মে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার কোর্ট এলাকায় দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করার পর চিকিৎসকদের পরামর্শে সেখানের আইসিইউতে রাখা হয়। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শফিউদ্দিন তারেক শুক্রবার গভীর রাতে ইন্তেকাল করেন।
এদিকে শফিউদ্দিন আহমেদ তারেক এর মৃত্যুতে কুলাউড়া উপজেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
<span;>
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত