কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া পৌর এলাকায় যানজট এখন ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের প্রধান সড়কে দুই পাশে বসেছে বাহারী পন্যের দোকানপাট। আবার আছে শত শত সিএনজি চালিত অটোরিকশা টমটম ব্যাটারিচালিত রিকশা গাড়ি পার্কিং।এভাবে যানবাহন রাখায় পুরো শহর একটা মিনি বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে। এতে নগর জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। কুলাউড়া বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ লোকজন আজ রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১১ টায় কুলাউড়া পৌরসভা কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অনতিবিলম্বে কুলাউড়া শহরের প্রধান সড়ক দুই লেনে উন্নীতকরণ,যানজটমুক্ত করা ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে কুলাউড়ার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সকলশ্রেনী পেশার নাগরিকদের আহবান জানিয়েছেন আয়োজকরা।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম উক্ত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বলেন, আসলে কুলাউড়া এখন অভিভাবকহীন। কেউ কারো কথা শুনছে না। শহরের পুরো রাস্তাঘাট দখল হয়ে গেছে। যানজটের কারণে শহরে চলাচল করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে।
তিনি বলেন, অবিলম্বে কুলাউড়া শহরের প্রধান সড়ক দুই লেনে উন্নীতকরণ ও শহরের বাইরে থেকে বাইপাস সড়ক করা না হলে এসব সমস্যা সমাধান হবে না।
এ ব্যাপারে আজ রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মহিউদ্দিন আহমদের সরকারি মোবাইল নম্বরে বারবার ফোন দিলেও রিসিভ হয়নি।