শ্রীমঙ্গল প্রতিনিধি :
ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনে পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ট্রেনের যাত্রী ও স্থানীয়রা জানায়, মাঝারি বৃষ্টিতে বৃহস্পতিবার মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভিতর রেললাইনের ওপর একটি বড় গাছ হেলে পড়ে। এসময় বনের ভিতর দিয়ে ঢাকাগামী ৭৭৪ কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করলে রেললাইনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগে।এতে ট্রেনের লোকমোটিভ ( ইঞ্জিন) ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি বাঁকা অংশ নিয়ে শ্রীমঙ্গল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।