কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়া শহরে খুন হয়েছেন শাহীন আহমেদ(২৮) নামক এক অটোরিকশা চালক। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় শহরের দক্ষিণ বাজার এলাকায় অজ্ঞাত একটি চক্র তাকে ছুরিকাহত করে পালিয়ে যায়। পরে পথচারীরা উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহীন আহমেদ কুলাউড়া পৌরসভা জয়পাশ এলাকার বাসিন্দা ইসহাক আলীর পুত্র।হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শী সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকালে কুলাউড়া দক্ষিণবাজার থেকে কাদিপুর ইউনিয়গামী সড়কের স্মমুখে হঠাৎ একটি সিএনজি থেকে কে বা কারা অটোরিকশা চালক শাহীনকে ধাওয়া করছিলো। একপর্যায়ে সিএনজি অটোরিকশায় বসে এক ব্যক্তি অটোরিকশাচালক শাহীনকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এসময় পথচারীরা উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণের মধ্যেই নিহত শাহীন আহমেদ এর স্বজনরা হাসপাতালে ভীড় জমান। এসময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের মৃতদেহ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে থেকে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।