আব্দুল কুদ্দুস, কুলাউড়া
দীর্ঘদিন পর হলেও টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে মামলা হামলায় নির্যাতিত নেতা-কর্মীরা জেগে উঠেছেন। অন্যদিকে বিএনপিকে সুসংগঠিত করতে ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন পদপ্রত্যাশীরা। কর্মীদের কেউ কেউ বলছেন, ভোট পেতে প্রার্থীদের কাছে সাধারণ কর্মীদের কদর অনেকটা বেড়েছে। প্রার্থীদের কেউ চা দোকানে, কেউ মাঠে, কেউবা বাড়িতে গিয়ে ভোটারদের কাছে দলের জন্য নিজের অবস্থান তুলে ধরছেন এবং তাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।টিলাগাঁও ইউনিয়নের বিএনপির ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতা এমন তথ্য দিলেন।
আগামীকাল শনিবার সকাল ১০টায় স্থানীয় বাংলাটিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক এড. ফয়জুল করিম ময়ূন।
বিএনপি সূত্র জানায়, সকালে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ইউনিয়ন বিএনপির আহবায়ক সৈয়দ গোলাম রহমান আজমল।
তাছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।।বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজা।
উক্ত সম্মেলনের উদ্বোধন করবেন কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান।
এছাড়া মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন। ২য় অধিবেশনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কাউন্সিলে প্রথমবারের মতো ওয়ার্ড কমিটির সকল নেতৃবৃন্দের সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়ন নেতৃত্ব নির্বাচিত হবেন। তাই কাউন্সিলকে ঘিরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্মেলনে তৃণমূল পর্যায়ের নেতৃত্বে এবার নতুন মূখ আসবে এমনটাই ধারনা স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও ভোটারদের মাঝে।
কাউন্সিলে সভাপতি পদে বিএনপির সাবেক সভাপতি মো. আপ্তাব মিয়া, হাজী মো. আব্বাস আলী, ডা. কেরামত আলী ও মো. মশাহিদ আলী।
সাধারণ সম্পাদক পদে মুহিবুর রহমান ছয়ফুল, মো. কামাল হোসেন ও মো. সুলতান মিয়া। তাছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা আব্দুল হালিম চৌধুরী, মখলিছুর রহমান, শফিকুর রহমান ও ফরিদ মিয়া। এর আগে ৩ পদের বিপরিতে উল্লেখিত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীতা যাচাই-বাছাই ও বৈধ্যতা ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
বিএনপির স্থানীয় কয়েকজন কর্মী ভোটার জানান, ইউনিয়নের প্রতিটি গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন পদপ্রত্যাশীরা। সব মিলিয়ে টিলাগাঁওয়ে জমে উঠেছে বিএনপি’র তৃণমূলের কাউন্সিল। এই কাউন্সিলে তৃণমূল বিএনপি কর্মীরা হচ্ছেন ভোটার। পুরুষের পাশাপাশি রয়েছেন ২ জন নারী ভোটার। কাউন্সিল উপলক্ষে মূল্যায়ন করা হচ্ছে তাদেরকেও। ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করতে ওয়ার্ড থেকে শুরু হয়েছে গণতান্ত্রিকভাবে কমিটি গঠনের প্রক্রিয়া। এতে একদিকে যেমন গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা হচ্ছে অন্যদিকে সঠিক নেতৃত্বের মাধ্যমে দল সুসংগঠিত হবে।
নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন বিএনপির এক শীর্ষ নেতা জানান, কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদে কর্মী ভোটাররা তাদের পছন্দের ও বিগত দিনে দলের ত্যাগী প্রার্থীকে তারা নেতা নির্বাচন করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের উপজেলা পর্যায়ের কয়েকজন শীর্ষ নেতার সাথে বিভিন্ন সময় যারা সম্পর্ক রেখেছিল এবং সুবিধা নিয়েছিল তাদেরকে বিএনপির কর্মী ভোটাররা কাউন্সিলে বয়কট করবে। বিএনপির ওই নেতা আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ নিলেই এদের নাম, ছবি ও পরিচয় পাওয়া যাবে।
তিনি আরো বলেন, কাউন্সিল ঘিরে শেষ পর্যায়ে বেড়েছে নেতাদের সাথে কর্মীদের পারস্পরিক যোগাযোগ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এমন পরিবেশ দলের নেতা-কর্মীদের মাঝে ইতিবাচক বলেও তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত