কুলাউড়া প্রতিনিধি:
'বিয়ে করে কুলাউড়া পৌরসভার জয়পাশা কলোনীতে ভাড়া বাসায় স্ত্রী নিয়ে বসবাস করতেন বড়লেখার দক্ষিণ ভাগ ইউনিয়নের বাসিন্দা দিনমজুর আব্দুল হান্নান। বিয়ের পর থেকে স্ত্রীর সাথে তার পারিবারিক কলহ চলছিলো। এমনকি স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতো হান্নান ৷ বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের কাছে বিচারপ্রার্থী হয় হান্নানের স্ত্রী। একপর্যায়ে গত বুধবার(২৮ মে) নির্যাতনের বিষয়টি জয়পাশার বাসিন্দা শাহীন আহমদকে জানায় হান্নানের স্ত্রী। শাহীন এব্যাপারে হান্নানের কাছে জানতে চায়, কেন সে তার স্ত্রীকে নির্যাতন করেছে। কেন ভরপোষন দিচ্ছে না। এ কথা বলার পর শাহীনের সাথে কথা কাটাকাটি হয় হান্নানের। একপর্যায়ে হান্নানের গালে একটি থাপ্পড় মারে শাহীন। পরে হান্নান তেলেবেগুনে জ্বলে উঠে শাহীনকে অশালীন ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেয়। এই বিরোধের জের
দিনে দুপুরে খুন হয়েছেন শাহীন আহমেদ (২৭)। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে এ তথ্য জানা যায়।
গতকাল শুক্রবার (৩০ মে) পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হান্নান। আহত শাহীনকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত শাহীনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহীন আহমেদ কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার বাসিন্দা ইসহাক আলীর পুত্র। সে একসময় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো৷ বর্তমানে সে দিনমজুরের কাজ করতো বলে জানা গেছে। নিহত শাহীনের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।কিছুক্ষণের মধ্যেই নিহত শাহীন আহমদের স্বজনরা হাসপাতালে ভীড় জমান। এসময় হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
অপরদিকে হত্যাকারী আব্দুল হান্নান বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের বাসিন্দা দলা মিয়ার ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহীনের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আসামী হান্নানের পিতাকে আটক করে থানায় আনা হয়েছে৷ হত্যাকারী হান্নানকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত