রাজনগর প্রতিনিধি :
মৌলভীবাজার -কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের লোয়াইউনি ২৪ নম্বর নামক স্থানে একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। যাত্রীবেশী ছিনতাইকারীরা এক্সালককে অজ্ঞান করে বেধে রেখে সিএনজি অটোরিকশা নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
জানা যায় রাজনগর উপজেলার নন্দিউরা গ্রামের সিএনজি অটোরিকশা চালক গউরা বৈদ্য আজ সন্ধ্যার পর জুড়ী থেকে রাজনগর ফিরছিলেন। কুলাউড়া থেকে তিনি ২-৩ জন যাত্রী উঠার। কুলাউড়া মৌলভীবাজার সড়কের রাজনগরের ২৪ নম্বর নামক স্থানে আসার পর ওই যাত্রীরা তাকে নাকে রুমাল পেছিয়ে অজ্ঞান করে গাছের সাথে বেঢে রেখে সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে তথ্য নিশ্চিত হওয়ার জন্য রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বিরকে বারবার ফোন দিলেও ফোন রিসিভ হয়নি।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত