কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল -কমলগঞ্জ সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় শনিবার সন্ধ্যারাতে সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ গণডাকাতি হয়েছে। ডাকতরা রাস্তায় গাছ ফেলে প্রথমে যানচলাচল বন্ধ করে দেয়। পরে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে যাত্রী ও গাড়িচালকদের কুপিয়ে আহত করে তাদের নগদ টাকাসহ মালামাল ল্টে নেয়। ঘন্টাব্যাপী পরিচালিত ওই ডাকাতির ঘটনায় ১৫-২০ জন যাত্রী ও গাড়িচালক আহত হন।পরে পুলিশ ঘটনাস্থলে পিছে যানচলাচল স্বাভাবিক করে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ভিকটিমরা জানান, শনিবার(৩১ মে) রাত আনুমানিক ৯ টায় দেশীয় অস্ত্রে সজ্জিত ১৫-২০ জনের এক দল ডাকাত কমলগঞ্জ- -শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ফুলছড় চা বাগানের সামনে প্রথমে রাস্তায় গাছ ফেলে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় ডাকাতরা উভয় পাশে আটকে পড়া যানবাহনে এলোপাতাড়ি হামলা ও লুটপাট চালায়। ডাকতেরা যাত্রী এবং গাড়ি চালকদের কুপিয়ে আহত করে তাদের সাথে থাকা নগদ টাকা মোবাইল ফোন ও মুল্যবান মালামালসহ কয়েক লক্ষ টাকার মালামাল মালামাল লুটে নেয়।
এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে অন্তত ১৫-২০ জন যাত্রী ও গাড়িচালক আহত হন। <span;>আহতদের মধ্যে ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদসহ অনেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় গুরুতর আহত ৭-৮ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহত অন্তত ১৫ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন।
কমলগঞ্জের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, “অস্ত্রের মুখে আমার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং দা দিয়ে এলোপাথাড়ি কোপায় ডাকাতরা। আমার সামনেই আরও কয়েকজনের সঙ্গে একই ঘটনা ঘটেছে।”
এব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এধরণের একটা সংবাদ পেয়েছি। আমরা এখন এই ঘটনা নিয়ে কাজ করছি।