কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে গুলি করে হত্যার পর এক যুবকের লাশ নিয়ে গেছে বিএসএফ। গতকাল শনিবার( ৩১ মে) রাত আনুমানিক সাড়ে ১০ টায় শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য(২২)। সে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায় শনিবার রাতে শরীফপুর সীমান্তের লাটিউরা নামক স্থানে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন প্রদীপ। এসময় ভারতীয় বিএসএফ গুলি করে তাকে হত্যা করে। পরে লাশ নিয়ে যায়।নিহতের
লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে বলে শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ।
এ ব্যাপারে একাধিক বার ফোন দিলেও বিজিবি ৪৬ ব্যাটালিয়নে ফোন রিসিভ করেননি।