নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের প্রবীণ আইনজীবী এডভোকেট সুনীল কুমার দাসকে আহবায়ক, এডভোকেট মুজিবুর রহমান মুজিবকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং এডভোকেট বকসি জুবায়ের আহমেদকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি ইউনিটের নতুন আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ফোরামের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ২৯ মে ওই কমিটি অনুমোদন করেন। কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক এডভোকেট মহিউদ্দিন মানিক, বকশী ও প্রথম সদস্য এডভোকেট সৈয়দ নেপুর আলী।
কমিটির সদস্যরা হলেন এডভোকেট নেয়ামুল হক, এডভোকেট গোবিন্দ মোহন পাল,এডভোকেট এডভোকেট আব্দুল আহাদ, এডভান্স তোফায়েল আহমেদ সবুজ, এডভোকেট দানিয়েল আহমেদ, এডভোকেট সাঈদ আহমেদ আদনান, এডভোকেট সালেহ আহমেদ রিপন, এডভোকেট কামরুল ইসলাম, এডভোকেট মিস: সুবিনা আক্তার,এডভোকেট আহমেদুর রহমান খান মুরাদ,এডভোকেট নাছিম আহমেদ বাপ্পী ও এডভোকেট এ এন এম মাসুদ।