কমলগঞ্জ প্রতিনিধি :
কমলগঞ্জ উপজেলার ইসলামপুরে আপন দুই বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন শারমীন আক্তার (২৪) ও মাসুমা আক্তার (২৩)।। তারা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়ার কন্যা।এসময় তাদের মা হাজিরা বেগমকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করা হয়।<span;> মঙ্গলবার (৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ বিস্তারিত জানার এবং জড়িতদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।
পুলিশ ও স্থানীয় সুতে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের আবু আলীর দুই কন্যা নিজেদের ধানি জমিতে কাজ করতে গেলে চাচা মাসুক আলী ও চাচি রায়না বেগম চাচাতো ভাই বাবু কাজ করতে নিষেধ করেন। এসময় তারা প্রতিবাদী হলে চাচা চাচী ও চাচাতো ভাই দেশীয় ধারালো দা দিয়ে তাদের কুপিয়ে হত্যা করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর রাত ৯ টায় মৌলভীবাজার নিউজকে বলেন , আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। বিস্তারিত আরও পরে বলা যাবে
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত