নিউজ ডেস্ক :মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক বকশী মিছবাহ উর রহমান কে সেক্রেটারি করে আগামী ৩ মাসের জন্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার জেলা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৩ জুন মঙ্গলবার সোসাইটির চেয়ারম্যানের অনুমোদন ক্রমে মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি এই কমিটি ঘোষণা করেন ।
নতুন এডহক কমিটির চেয়ারম্যান এম ইসরাইল হোসেন, জেলা প্রশাসক ও প্রশাসক, জেলা পরিষদ মৌলভীবাজার (পদাধিকার বলে) এবং ভাইস চেয়ারম্যান ফয়জুল করিম ময়ূন।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সৈয়দ তৌফিক আহম্মেদ, আব্দুর রহিম রিপন, মো. ফখরুল ইসলাম, প্রফেসর ফয়েজ আহমেদ, সাব্বির আহমেদ চৌধুরী, জয়নুল ইসলাম জুনেদ, মো ইয়ামির আলী ও অপু আহমেদ।
উক্ত এডহক কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার এর নির্বাচন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।