কুলাউড়া প্রতিনিধি :
হাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ বুধবার হাজীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।
সম্মেলন শেষে কাউন্সিলে গোপন ব্যালেটে আগামী দুই বছরের জন্য সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী সভাপতি, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল সাধারণ সম্পাদক এবং আহরারুজ্জান আকরার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান।
কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান।