বিশেষ প্রতিনিধি :
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফের মৌলভীবাজার – ২ (কুলাউড়া) আসনে প্রার্থী হচ্ছেন? তাঁর গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলায় হওয়াতে এবং তিনি ঘনঘন কুলাউড়া সফর করে মতবিনিময় ও সভা-সমাবেশ করায় ভোটারদের মনে নতুন করে এই প্রশ্ন দেখা দিয়েছে। জাময়াত অবশ্য জেলার আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
জানা গেছে, আগামী ৮ জুন ফের কুলাউড়া আসছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান। ওইদিন তিনি কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশসহ উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের সফর উপলক্ষে আজ বৃহস্পতিবার কর্মধায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জামায়াতের জেলা সেক্রেটারি ইয়ামীর আলী ,উপজেলা আমীর আব্দুল মুন্তাজিম ,উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীসহ কর্মধা ইউনিয়ন জামায়াতের দায়ীত্বশীলরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ মে তিনি কুলাউড়া উপজেলার হাজীপুর ও শরীফপুর ইউনিয়নে বিভিন্ন মতবিনিময় অনুষ্ঠান ও সভাসমাবেশে যোগ দেন।গত রমজানের ঈদেও তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল ভাটেরা সহ বিভিন্ন ইউনিয়নে সভাসমাবেশ করেন।
উল্লেখ, দেশ বরেণ্য এই রাজনীতিবিদ ১৯৫৮ সালের ৩১ অক্টোবর কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট মহানগর জামায়াতের আমির এবং কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দ্বায়িত্ব পালন করে এখন জামায়াতের কেন্দ্রীয় আমির।২০০১ সালে মৌলভীবাজার -২ কুলাউড়া আসনে ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ভোট করে তৃতীয় হয়েছিলেন। তখন বিজয়ী হয়েছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এম শাহীন। ভোটারদের মতে পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই এখন তিনি প্রার্থী হলে এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।