স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে বুধবার 'পবিত্র ঈদুল আযহা, বন্যা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়' নিয়ে সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা আয়োজন করেন জেলা প্রশাসক এম ইসরাইল হোসেন। জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত ওই সভায় হঠাৎ প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে কটুক্তি করে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সাংবাদিক এম এ সালাম। মুহুর্তেই পুরো সভাস্থল উত্তপ্ত হয়ে উঠে। সুশীল সমাজের প্রতিবাদের মুখে তড়িঘড়ি করে সভা সমাপ্তি টানতে হয়।
সভা সুত্র জানায় সাংবাদিক এম এ সালাম এর বক্তব্যের সাথে সাথে উপস্থিত সাংবাদিক, সুশিল সমাজ, রাজনীতিবীদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। তারা এসময় এম এ সালামের বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও তাদের বক্তব্যে বিষয়টির প্রতিবাদ জানান। একপর্যায়ে সভাস্থলে হট্টগোল শুরু হলে দ্রুত সভার কার্যক্রম শেষ করা হয়। কিন্তু ওই সভায় এম এ সালাম তার বক্তব্য প্রত্যাহার করেননি কিংবা দু:খ প্রকাশ না করেই সভাস্থল ত্যাগ করেন।
এদিকে মৌলভীবাজার পৌর বিএনপি এবং এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এম এ সালামের বক্তব্যের তীব্র নিন্দা ও ৪৮ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্যাডে সংগঠনের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী লিখিত প্রতিবাদ গণমাধ্যমে পাঠান।
প্রতিবাদে উল্লেখ করেন, তার এমন ঔদ্ধত্তপূর্ণ আচরণ আমাদেরকে ব্যথিত করেছে। আমরা তার এমন কুরুচিপূর্ণ, হীন ও অশালীন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা হুঁশিয়ার করে জানান আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ওই বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন।
অনুরূপ বক্তব্য দেন মৌলভীবাজার পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত