শ্রীমঙ্গল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পাওয়ার পর কানাডা থেকে দেশে ফিরেছেন শ্রীমঙ্গলের গর্ব, তরুণ ফুটবল প্রতিভা শমিত সোম।
বুধবার (৪ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে তাঁর গর্বিত প্রত্যাবর্তন। এটি শুধু একজন খেলোয়াড়ের দেশে ফেরা নয়—বরং এক জাতির স্বপ্ন বাস্তবায়নের পথে এক গর্বিত পদক্ষেপ।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তসুর এলাকার সন্তান শমিত সোম জন্মেছেন কানাডায়। তাঁর পারিবারিক শিকড় রয়ে গেছে গভীরভাবে বাংলাদেশের মাটিতেই। তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত মানিক লাল সোম এঁর নাতি। তার বাবা মানস লাল সোম ও জেঠু বীর মুক্তিযোদ্ধা মোহন লাল সোম, উভয়েই শ্রীমঙ্গলের সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব।
শমিত ছোটবেলা থেকেই কানাডায় ফুটবলে নিজের দক্ষতা গড়ে তুলেছেন। আধুনিক প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম, পেশাদার মনোভাব ও দৃঢ় মানসিকতার মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে। তবে এই সমস্ত অর্জনের মাঝেও তাঁর হৃদয়ে লাল-সবুজ পতাকার জন্য খেলার অদম্য স্বপ্ন জ্বলেছে সদা।
জাতীয় দলে ডাক পাওয়া সেই স্বপ্নের প্রথম বাস্তব রূপ। দেশের মাটিতে ফিরে এসে লাল-সবুজ জার্সি গায়ে চাপানোর মুহূর্ত যেন তাঁর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায়। শমিত সোম আজ কেবল শ্রীমঙ্গলের নয়, সমগ্র বাংলাদেশের গর্ব হয়ে উঠেছেন।
শ্রীমঙ্গলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। স্থানীয় ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে উচ্ছ্বাস আর গর্বের উল্লাস। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ীরা শমিতকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন। অনেকেই লিখেছেন—
“শমিত সোম প্রমাণ করে দিয়েছেন, দেশপ্রেম আর কঠোর পরিশ্রম থাকলে বিদেশেও বসে দেশের জন্য গৌরব বয়ে আনা সম্ভব।”
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত