কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত ঘাতক চাচা মাসুক আলীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ জুন) বিকেলে কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত মঙ্গলবার (৩ জুন) বিকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক আলী দুই ভাতিজি শারমিন আক্তার (২৭) ও মাছুমা বেগম (২৫)কে কুপিয়ে হত্যা করে। এছাড়া তার ভাইয়ের স্ত্রী হাজেরা বেগমকে কুপিয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় শহিদ মিয়া কমলগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কাঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক আলীর মধ্যে বিরোধ চলছে। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাসুক আলী বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষে বাধা দিলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগমকে কুপিয়ে জখম করেন চাচা মাসুক মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের মা হাজেরাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : আব্দুল বাছিত বাচ্চু
বার্তা সম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয় :
২৭ শাহ মোস্তফা রোড, মৌলভীবাজার -৩২০০
সেলফোন : ০১৭১২১৮২২৯৬ (𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩) ০১৫৫৩৪৫৬৬৯৫
ই -মেইল : 𝐛𝐚𝐜𝐡𝐜𝐡𝐮.𝐬𝐲𝐥@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
𝐟𝐛: 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐁𝐚𝐬𝐢𝐭 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত